নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সাগরিকা মোড়ে বাসের ধাক্কায় পুলিশের ১৩ সদস্য আহত হওয়ার ঘটনায় পলাতক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পাহাড়তলী ফইল্যাতলী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চালকের নাম মো. নাহিদুল ইসলাম স্বপন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, এই দুর্ঘটনায় শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত নাহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গতকাল সকালে পুলিশের একটি পিকআপ ভ্যান পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় অতিক্রম করছিল। এমন সময় অলংকারগামী ১১ নম্বর রুটের একটি দ্রুতগামী বাস পিকআপ ভ্যানের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায়। ওই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা শিল্প পুলিশের ১৩ জন সদস্য আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যান।