হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সন্ত্রাসীর ছুরিকাঘাতে সাংবাদিক আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীর ছুরিকাঘাতে দৈনিক জনকণ্ঠ সীতাকুণ্ড প্রতিনিধি অশোক দাস (৩৬) গুরুতর আহত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার পৌর সদরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত অশোক দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক অশোক দাস জানান, সন্ত্রাসী কামরুল ও তাঁর ৮-১০ জন অনুসারী সন্ত্রাসী নিয়ে আমাদের দোকান দখল করতে আসে। এ সময় সন্ত্রাসী কামরুল ও তাঁর অনুসারীদের দোকানে প্রবেশে বাঁধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর অতর্কিত ছুরিকাঘাত করে। 

হামলাকালে আমার চিৎকারে আমার কাকি মা রত্না দাশ ছুটে এলে সন্ত্রাসীরা তাঁকেও পিটিয়ে আহত করে। হামলার একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি বাজার কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি। এ ব্যাপারে আহত সাংবাদিক বাদী হয়ে মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশু নিখোঁজের গুজব: পোশাক ও নির্মাণশ্রমিকদের সংঘর্ষ

ভূমিহীনের তালিকায় জমির মালিকেরা, অসহায় চরের বাসিন্দারা

ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মারা গেছেন

বাঁশখালীর সাবেক চার পৌর কাউন্সিলরসহ পাঁচজন কারাগারে

ওয়াসার কোটিপতি গাড়িচালক দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র আমলে নিলেন আদালত

রাউজান বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ৭২ ঘণ্টার আলটিমেটাম

চাঁদা না দেওয়ায় মাতারবাড়ী সমুদ্রবন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা

প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে কাগজপত্রে আগুন দিল দুর্বৃত্তরা

সুবর্ণচরে কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট

চট্টগ্রাম রেঞ্জের সদস্যের সঙ্গে মতবিনিময় আনসার মহাপরিচালকের

সেকশন