হোম > সারা দেশ > ঢাকা

বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা থেকে বিএনপির কয়েক নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে বায়তুল মোকাররমে বিএনপির গায়েবানা জানাজা থেকে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের অভ্যন্তরে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক মিলন, খাইরুল কবির খোকনসহ বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী। 

জানাজার নামাজ আদায় শেষে পুলিশ বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানায়নি। বিএনপির নেতারা পুলিশের বাধার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সাধারণ মুসল্লিরাও বায়তুল মোকাররমের গেটে অবস্থান করলে তাঁদেরও সরিয়ে দেয় পুলিশ। 

এ ছাড়া, বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে ও রাস্তায় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি ও অন্যান্য সংগঠনের শতাধিক নেতা-কর্মী। 

জানাজায় উপস্থিত এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ পড়ার পর একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন সাধারণ মুসলমান হিসেবে নামাজ আদায় করেছি। নামাজ পড়া শেষ হতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই।’ 

মতিঝিল জোনের এডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এখানে কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি। ভেতরে সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেছে। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এখানে নাশকতার আশঙ্কা ছিল। তাই আমরা জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছি।’ তবে কতজনকে আটক করা হয়েছে বা তাঁদের পরিচয় কী—এ বিষয়ে কিছু জানাননি তিনি।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন