হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় পানিতে ফুটবল খেলা, চাচাদের হারালেন ভাতিজারা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে ফুটবল খেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরশী বরবাড়ির একটি পুকুরে এই খেলা হয়। অনলাইনভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফরম ভয়েস অব পাকুন্দিয়া এই খেলার আয়োজন করে।

খেলায় চাচা-ভাতিজা দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ ৪০ মিনিটের এই খেলায় ৫-০ গোলে চাচাদের হারিয়ে বিজয়ী হয় ভাতিজা দল। খেলা শেষে অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকেরা। এ ছাড়া খেলায় উপস্থিত দর্শকের জন্য বিশেষ র‍্যাফেল ড্ররও ব্যবস্থা করা হয়। এতে খেলা উপভোগ করতে আসা দর্শকও পুরস্কার জিতে নেয়।

দুপুরের পর থেকেই নির্ধারিত স্থানে আশপাশসহ দূর-দূরান্তের শত শত উৎসুক জনতা ফুটবল খেলা উপভোগ করতে উপস্থিত হন। কিছুটা বৈরী আবহাওয়া থাকলেও আয়োজকদের জমকালো আয়োজন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করে দর্শক।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সাইদিন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুবে খোদা সুজন। বিশেষ অতিথি ছিলেন টোন মি নন ওভেন টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক জহিরুল ইসলাম ভাবন, পাকুন্দিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মহিউদ্দিন আযমী, ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান, অ্যাডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, রাজু আহমেদ দৌলত, কবি গোলাপ আমিন প্রমুখ। 

খেলা পরিচালনা করেন পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হাবিবুল্লাহ তমিজ। 

ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান বলেন, ‘নানা কারণে মানুষ বিনোদন উপভোগ করতে পারছে না। সাধারণ মানুষকে বিনোদন উপহার দিতেই আমাদের এই ভিন্নধর্মী আয়োজন। অনুষ্ঠানের ফাঁকে আমরা পাঁচজন অসহায় দুস্থ নারীকে স্বাবলম্বী করতে পাঁচটি সেলাই মেশিন উপহার দিয়েছি। ভয়েস অব পাকুন্দিয়ার এসব সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন