হোম > সারা দেশ > ঢাকা

আজিমপুরে কনকর্ডের ১৮ তলা ভবন এতিমখানারই থাকল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় কনকর্ডের তৈরি ১৮ তলা ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে রায় দিয়েছিলেন আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে কনকর্ড গ্রুপের করা রিভিউ আবেদন খারিজ দিয়েছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে ১৮ তলা ওই ভবন এতিমখানারই থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। 

এর আগে এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি করা ১৮ তলা ভবন এতিমখানাকে হস্তান্তরসহ চার দফা নির্দেশনা দেওয়া হয়। এরপর কনকর্ড আপিল বিভাগে গেলে ২০১৮ সালের ১২ মার্চ হাইকোর্টের রায় বহাল রাখা হয়। সব শেষ রিভিউ আবেদন করেছিল কনকর্ড। যা বৃহস্পতিবার খারিজ হয়ে যায়। 

২০০৩ সালের ২২ জুলাই এতিমখানার সভাপতি শামসুন্নাহার ও সেক্রেটারি অ্যাডভোকেট জি এ খান আহসান উল্লাহ এতিমখানার ২ বিঘা জমি ডেভেলপার কোম্পানি কনকর্ডের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ২০১৩ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এবং কয়েকজন রিট দায়ের করেন। 

আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ. ওয়াই মসিউজ্জামান ও ব্যারিস্টার আখতার ইমাম। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন