হোম > সারা দেশ > ঢাকা

স্বামীকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ কল করে স্ত্রীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। হত্যার পর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে হত্যার বিষয়টি জানান। স্ত্রী বানু বেগম (৩১) জানান, তিনি তাঁর স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান।

আজ বৃহস্পতিবার সকালে ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল টেকার কনস্টেবল তানভীর কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কান্দিগাঁও এলাকার শামীম মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। হত্যার দায়ে স্বীকার করা স্ত্রী বানু বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার হরিপুর দেউলি এলাকার।

প্রাথমিকভাবে জানা যায়, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তাঁর স্বামী তাঁকে প্রায়ই মারধর করতেন। অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন