টাঙ্গাইল প্রতিনিধি
পবিত্র মাহে রমজানে সারা বিশ্বে ব্যবসায়ীরা পণ্যের দাম কমান। অথচ বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ান। তাই এই অসাধু ব্যবসায়ীদের ধর্মীয় আলোচনার মাধ্যমে সচেতন করার আহবান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ শনিবার টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা অডিটরিয়ামে উপজেলার ইমামদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
প্রতিমন্ত্রীর পিতা মরহুম আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এই মতবিনিময় সভা হয়।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাকিলা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
পরে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এ ছাড়া ইমামদের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা ও টিসিবি পণ্যের কার্ডের দাবি করা হলে প্রতিমন্ত্রী তা পূরনের আশ্বাস দেন।