নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার ধামরাইয়ে থার্টি ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে হামলায় আকাশ সরকার (১৯) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতের এই ঘটনায় আহত তরুণকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রাতে সাভারের হেমায়েতপুরে রমজান মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকেও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আকাশ সরকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী। আর রমজান মিয়ার বাড়ি হেমায়েতপুরের পূর্বহাটি গ্রামে। তিনি একটি প্রতিষ্ঠানের স্থানীয় পরিবেশক।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘আকাশ সরকার ও রমজান মিয়া গুলিবিদ্ধ হয়ে গত মঙ্গলবার রাতে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। আকাশ সরকার বুকের পাঁজরের নিচে আর রমজান মিয়া ডান ঊরুতে গুলিবিদ্ধ হন। আকাশের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রমজান মিয়ার অবস্থা অনেকটা ভালো।’
ধামরাই থানার পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটে ধামরাইয়ের রোয়াইল গ্রামের যুবক আর তরুণেরা খিচুড়ি খাওয়া ও ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন। রাত সাড়ে ১১টার দিকে খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে আয়োজকদের কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কেউ আকাশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকের পাঁজরের নিচে গুলিবিদ্ধ হয়ে আকাশ মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আয়োজকদের কয়েকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আকাশের বাবা প্রতুল সরকার বলেন, ‘আমাদের গ্রামের দুর্জন খানের ছেলে রাব্বি খান (২০) আমার ছেলেকে গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। রাব্বি বখাটে প্রকৃতির ছেলে। কয়েক মাস ধরে একটি রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থেকে সে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘রোয়াইলে থার্টি ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘হেমায়েতপুরে কেউ গুলিবিদ্ধ হয়েছেন বলে আমাদের জানা নেই। এ রকম কোনো অভিযোগও পাওয়া যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
রমজান মিয়া বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এলাকারই একটি প্রভাবশালী মহল আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি পায়ে লেগে যাওয়ায় আমি প্রাণে বেঁচে যাই। কিছুটা সুস্থ হলে থানায় অভিযোগ করব।’