নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বরের ৪ তারিখ থেকে আগামী তিন মাস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়ার মধ্যে তিনটি রেললাইনের নির্মাণকাজ চলছে। এ কাজ দ্রুত শেষ করার জন্য ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী সব ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কাজ দ্রুত শেষ করার পর ফের এ পথে ট্রেন চলাচল শুরু হবে। এই রুটে চলাচলকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল মন্ত্রণালয়।
তবে বিজ্ঞপ্তিতে সাময়িক রেল যোগাযোগ বন্ধের কথা বলা হলেও সময় নির্ধারণ করে দেওয়া নেই। এব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করব। কিন্তু প্রাথমিকভাবে আমরা এই প্রকল্পের কাজ তিন মাসের মধ্যে সম্পন্নের চেষ্টা করব।’
রেলওয়ের একাধিক দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেন বন্ধ না রাখলে রেললাইনের নির্মাণকাজ করা যাচ্ছিল না। এ জন্য নারায়ণগঞ্জ পথে সাময়িকভাবে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চালু করা হবে।
বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এক জোড়া ডেমুসহ মোট ৯ জোড়া ট্রেন চলাচল করে।