উত্তরা (ঢাকা), প্রতিনিধি
রাজধানীর খিলক্ষেতে গতকাল বুধবার ল্যান্ড ক্রুজার গাড়ির চাপায় নারী-শিশুসহ তিনজন নিহত ও দুজন আহত হন। এ ঘটনায় আজ বৃহস্পতিবার চালক নাবিল আল দীন বিশালকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের পরিবারের সদস্যদের দায়ের করা মামলায় রাজধানীর পিংক সিটি থেকে নাবিল আল দীন বিশালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে তোলা হয়। আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলার পর নাবিল আল দীন বিশালকে ৩০০ ফিটের পিংক সিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে নাবিল জানিয়েছেন, তিনি ব্রেক কন্ট্রোল করতে না পেরে এই দুর্ঘটনা ঘটিয়েছেন।’
চালক নাবিল কক্সবাজার সদর উপজেলার মধ্যমবাহারছড়া গ্রামের জসিম উদ্দিন বকুলের ছেলে।
গত বুধবার রাতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেত বাজার সংলগ্ন যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের সুমন মিয়ার আট বছর বয়সী শিশু মো. ইয়াছিন পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গাজীপুরের কাপাসিয়া উপজেলার আজিজুল হকের মেয়ে আমরিনা হক ও গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত মৃনাল পান্ডের ছেলে উজ্জল পান্ডের। আহত রিয়াদের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। ইয়াছিনের বাবা সুমন চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহত শিশু ইয়াছিনের দাদা মো. মফিজ বলেন, ‘আমি খিলক্ষেতের ১৩ নম্বর রোডের একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করি। সুমন ও সুমনের ছেলে ইয়াছিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সেখান থেকে মোহাম্মদপুরের বাসায় যাচ্ছিল তারা। পরে খিলক্ষেতে আসার পর প্রাইভেটকার চাপায় ঘটনাস্থলেই নাতি নিহত হয়েছে। ছেলে সুমন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
নিহত উজ্জ্বল পাণ্ডের শ্যালক সবুজ কীর্তনীয়া বলেন, উজ্জ্বল ভাটারা নতুনবাজার এলাকায় থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে খিলক্ষেতে কেন গিয়েছিলেন সেটি জানা নেই।
ঘটনার রাতেই দুর্ঘটনা কবলিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে পুলিশ। এ ঘটনায় নিহত আমরিনা বেগমের স্বামী এস এম রেজাউল হক বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেন।