হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে শিশুকে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩, দুজন রিমান্ডে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে এক বছর বয়সী শিশু শেখ মাহতাব উদ্দিন মেহেমেতকে হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উম্মে হাবিবা আফরিন (৪০), মো. সিয়াম (২৩) ও নিলুফা ইয়াসমিন সাথী (৬০)। 
এঁদের মধ্যে আফরিনের তিন দিন ও সিয়ামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিলুফা ইয়াসমিন সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজী আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দক্ষিণখান ফায়দাবাদ উত্তরপাড়ার নূরানী জামে মসজিদ রোডের ৬৬৭ নম্বর বাড়ির নিচতলায় গতকাল শুক্রবার ভোরে শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে। ওই দিন রাতে নিহত শিশুর বাবা মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ শনিবার সকালে তাদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হলে দুজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরেকজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলায় শিশুটির সৎদাদি উম্মে হাবিবা আফরিন (৪০), আফরিনের ভাই মো. সিয়াম (২৩) ও আফরিনের মা নিলুফা ইয়াসমিন সাথীকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হলে সৎদাদি আফরিনের তিন দিন ও তাঁর ভাই সিয়ামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর আফরিনের মা সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তরখানের রাজাবাড়ী এলাকার ইবাদুর রহমানের স্ত্রী, ছেলে ও মেয়ে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন