নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ভেতরে অনেকেই আটকা পড়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন ভবনের ছাদে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার অগ্নিকাণ্ডের এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ৫৮ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পায় এবং ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
শাহজাহান সিকদার বলেন, ‘মহাখালীর খাজা টাওয়ারে এখন সাতটি ইউনিট কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট রয়েছে। ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে কর্মীরা। নিচে লাফ না দেওয়ার অনুরোধ করা হয়েছে।’