হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জ আওয়ামী লীগের দুঃখ প্রকাশ, আন্দোলনে আর দেশীয় অস্ত্র আনবে না

গোপালগঞ্জ প্রতিনিধি

জেলায় বর্তমান অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় জরুরি সভা করেছে আওয়ামী লীগ। রোববার (১১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবুদ্দিন আজম জেলাবাসীকে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার আহ্বান জানিয়ে সেনাবাহিনীর কাজে সহায়তা করার অনুরোধ জানান তিনি। 

 তিনি আরও বলেন, এর পরে কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙ্খলা করে তাহলে আওয়ামী লীগ তার দায়ভার নেবে না। 

শোক দিবস পালনের বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, অন্যান্য বছরের মতো এ বছরও ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানও সেভাবেই পালন করা হবে। 

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোপালগঞ্জ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের সব স্তরের নেতা কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আন্দোলনে কোনো রকম দেশীয় অস্ত্র প্রদর্শন না করার অনুরোধও করা হয়। গত কয়দিন শান্তিপূর্ণ সমাবেশ হলেও শনিবার (১০ আগস্ট) কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটা কোনো ভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাম্য নয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু না। তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। শনিবার সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ভবিষ্যতে এ রকম কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব জেলা আওয়ামী লীগ বহন করবে না বলেও জানানো হয়। যারা বিশৃঙ্খলা করবে তাদের দুষ্কৃতকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছে আওয়ামী লীগ। 

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো আছেন। জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে, তিনিও এই নির্দেশনা দিয়েছেন। শান্তিপূর্ণ সভা-সমাবেশে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য সবার প্রতি শেখ হাসিনা অনুরোধ করেছেন। 

উল্লেখ্য, ‘শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করা’র প্রতিবাদে এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। জমায়েত থেকে সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর এমনকি অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ সেনা সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়। ছিনিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর দুটি অস্ত্র। পরে তা উদ্ধারও হয়। 

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে রোববার সকালে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হয় জেলার পরিস্থিতি। রাস্তা ঘাটে স্বাভাবিক যানবাহন চলাচল করতে দেখা যায়। খোলা থাকে অফিস, আদালত, স্কুল কলেজসহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন