ঢাবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলন ও আনসার-শিক্ষার্থী সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি শিক্ষার্থীদের বর্তমান অবস্থা দেখতে গিয়ে প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। আহত প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা ও কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতা পরিবারকে ডেকে তাদের সঙ্গে আলোচনা সভা করার কথাও জানান উপাচার্য।
এ সময় তাঁর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘এই সপ্তাহের মধ্যে আমাদের টিমকে সক্রিয় করার চেষ্টা করব, যেন প্রথমে হল ও পরবর্তীকালে বিভাগসমূহের কার্যক্রম দ্রুত শুরু করা যায়।
এই কার্যক্রম আজকে বিকেল থেকেই শুরু হবে। টিম সক্রিয় হওয়ার পর পর্যায়ক্রমে ক্লাস শুরু হবে বলে জানান উপাচার্য।