হোম > সারা দেশ > ঢাকা

আহত শিক্ষার্থীদের দেখতে ঢামেক হাসপাতালে ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন ও আনসার-শিক্ষার্থী সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি শিক্ষার্থীদের বর্তমান অবস্থা দেখতে গিয়ে প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। আহত প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা ও কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতা পরিবারকে ডেকে তাদের সঙ্গে আলোচনা সভা করার কথাও জানান উপাচার্য। 

এ সময় তাঁর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘এই সপ্তাহের মধ্যে আমাদের টিমকে সক্রিয় করার চেষ্টা করব, যেন প্রথমে হল ও পরবর্তীকালে বিভাগসমূহের কার্যক্রম দ্রুত শুরু করা যায়।

‘বলা হচ্ছে এক সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করা হবে। কিন্তু এটা একটু ভুলভাবে প্রকাশিত হচ্ছে। আমি বলতে চেয়েছি, আমাদের টিমকে এক সপ্তাহের মধ্যে আমরা সক্রিয় করতে চাচ্ছি। দুজন প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও অন্যরা তাঁদের কাজ বুঝে নেবেন। পরবর্তীকালে প্রথম ধাপে হলের কার্যক্রম শুরু করে পরে বিভাগের কার্যক্রম শুরু করতে হবে।’ 

এই কার্যক্রম আজকে বিকেল থেকেই শুরু হবে। টিম সক্রিয় হওয়ার পর পর্যায়ক্রমে ক্লাস শুরু হবে বলে জানান উপাচার্য।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন