হোম > সারা দেশ > খুলনা

ঝিকরগাছায় রাস্তার পাশ থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার

­ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

নিহত সাহেব আলী। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছার মাটিকোমরা গ্রামে রাস্তার পাশ থেকে সাহেব আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ওই গ্রামের মাটিকোমরা-কুল্লা রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সাহেব আলী ওই গ্রামের আব্দুল ওহাব গাজীর ছেলে।

লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিকরগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়রা জানান, সাহেব আলী মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার ভোরে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন সাহেব আলীর লাশ পড়ে আছে। তখন পুলিশকে খবর দেওয়া হয়।

হাজিরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মাটিকোমরা গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান মিন্টু বলেন, সাহেব আলী বেশ কিছুদিন দুশ্চিন্তায় ভুগছিলেন। জায়গা-জমি বিক্রি করে তিনি সিলেট থাকতেন। সপ্তাহখানেক আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গ্রামে চলে আসেন। সাহেব আলী আগেও দুবার স্টক করেছিলেন, তিনি ডায়াবেটিসের রোগী। ধারণা করা হচ্ছে স্টক করে মারা যেতে পারেন।

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন