হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুর সীমান্তে ভারতীয় ১৪ মহিষ উদ্ধার

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 

উদ্ধার করা মহিষ। ছবি: বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুই অভিযানে ভারতীয় ১৪টি মহিষ এবং কোকেনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মহিষ ও মাদকের বাজারমূল্য প্রায় ৪০ লাখ ১০ হাজার টাকা।

আজ শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রির মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় নয়টি ভারতীয় মহিষ উদ্ধার করে চরচিলমারী বিওপির সদস্যরা। এগুলোর বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চিলমারী ইউনিয়নের আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করেন উদয়নগর বিওপির সদস্যরা। মাদকের বাজারমূল্য ১২ লাখ টাকা। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিগ্রির মাঠ এলাকা থেকে আরও পাঁচটি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মহিষ এবং মাদকের বিষয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন