ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ধারণক্ষমতার অতিরিক্ত চাল মজুত করায় দুটি অটোরাইস মিল মালিককে ৫০ হাজার করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার দুটি অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ কার্যদিবসের মধ্যে মজুত করা চাল বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত মেসার্স মাছরাঙ্গা মিলের গুদামে পাক্ষিক ছাঁটাই ক্ষমতার ১২০ থেকে ১৩০ টন বেশি চাল মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিক প্রবণ প্রসাদ আগরওয়ালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স জেএস মিলে প্যাকেটের নামের সঙ্গে ভেতরে থাকা চাল মিল না পাওয়া ও হিসাবে গরমিল থাকায় মিল মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালত।