ঠাকুরগাঁও প্রতিনিধি
সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।
আজ রোববার ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে শহরের চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে সাংবাদিকেরা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। তাই সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।’
কর্মসূচিতে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস প্রমুখ।