হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে সাফজয়ী ৩ ফুটবলারকে সংবর্ধনা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সাফজয়ী ৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন—রংপুরের সিরাত জাহান স্বপ্না, ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী ও একই জেলার রানীশংকৈল উপজেলার সোহাগী কিসকু। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানযোগে সৈয়দপুরে যাওয়ার পর একদল নারী ক্রীড়াবিদ ওই তিন ফুটবলারকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন—সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন এবং রংপুর ও ঠাকুরগাঁও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। 

সংবর্ধনা পাওয়া ফুটবলাররা বলেন, ‘এত মানুষ আমাদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন। এটা দেখে আমাদের স্বপ্ন অনেক বড় হয়ে গেল। দেশের জন্য আরও অনেক কিছু করতে হবে আমাদের।’ তাঁরা আরও বলেন বলেন, ‘দেশ আমাদের কাছে মায়ের সমান। মায়ের মুখে হাসি ফোটাতে আরও ভালো খেলতে চাই।’ এ সময় সকলের সহযোগিতা চান তাঁরা। 

রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, ‘তিন ফুটবলার আমাদের এ অঞ্চলের গর্ব। এ জন্য তাঁদের বরণ করে নেওয়ার আয়োজন করা হয়েছে।’ পরে ওই তিন ফুটবলারকে নিয়ে একটি মোটর শোভাযাত্রা বের হয়।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন