হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম বাবলু মিয়া (৫৫)। তিনি করিয়াটা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। তাঁকে খুনের অভিযোগ ওঠা ভাতিজার নাম মতিয়ার রহমান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোরিয়াটা গ্রামের বাসিন্দা মতিয়ার ও তাঁর চাচা বাবলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে জমি নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। পরে রাতে এ নিয়ে দুজনের মারামারি হয়। একপর্যায়ে মতিয়ার রহমান তাঁর হাতে থাকা ছুরি দিয়ে বাবলু মিয়াকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবলু মিয়া নিহত হন। 

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বাবলু মিয়ার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন