বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বিরামপুরে সবজিবোঝাই পিকআপের চাকায় জাহিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-বিরামপুর-গোবিন্দগঞ্জ সড়কের হাসপাতাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহিদ উপজেলার টাটকপুর (নয়াপাড়া) গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
থানা-পুলিশ জানায়, প্রতিদিনের মতো পুরোনো বস্তা কেনাবেচা শেষে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাহিদ বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হাসপাতাল রাস্তা থেকে প্রধান সড়কে ওঠার সময় একটি সবজিবোঝাই পিকআপ চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।’
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।