হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে চার মাসে বন্ধ ২২ চিকিৎসাপ্রতিষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার মাসে বন্ধ করা হয়েছে ২২টি প্রতিষ্ঠান। এ সময় ২৫ লাখ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ও মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে। 

জানা গেছে, গত মে মাসে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সেই অভিযানে সারা দেশে ১ হাজার ৬৪১টি হাসপাতাল বন্ধ করা হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় লাইসেন্সধারী হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৬৫। গত মে মাসে অভিযান পরিচালনার পর থেকে ৩৩টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৬০টি ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে। এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্য থেকে দুটি হাসপাতাল ও ক্লিনিক এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এ সময় লাইসেন্স ছাড়াই নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। লাইসেন্সসহ মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে। 

কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলা সদরে স্থাপিত প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ৪০ হাজার টাকা। উপজেলায় স্থাপিত হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ২৫ হাজার টাকা। অন্যদিকে জেলা সদরে স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ফি ২০ হাজার এবং উপজেলায় স্থাপিতের ফি ১৫ হাজার টাকা। গত মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়নে গতি বেড়েছে। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। 
 
মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স গ্রহণে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৫ লাখ টাকারও বেশি। এ ছাড়া অভিযান পরিচালনা করে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা। 

এ বিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর জেলায়ও আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযানকালে লক্ষাধিক টাকা জরিমানাসহ ২২টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ২২টি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’ 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

সেকশন