ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও রোড স্টেশনে ঢাকামুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম রশিদা বেগম (৬৫)। তিনি সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বকসের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনুপ বলেন, ‘ওই বৃদ্ধা তাঁর ছেলে রবিউল ইসলামকে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে দিতে রোড রেল স্টেশনে আসেন। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ছেলেকে উঠিয়ে দিতে তিনিও ট্রেনে ওঠেন। ট্রেনটি নির্ধারিত সময় শেষে ছেড়ে দিলে তাড়াহুড়া করে নামতে গিয়ে ওই বৃদ্ধা ট্রেনের লাইনে কাটা পরেন।’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় নিয়ম ও আইন-কানুনের প্রেক্ষিতে যাবতীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার।