হোম > সারা দেশ > রংপুর

নকল সোনার প্রলোভনে ফেলে গৃহবধূর ৫০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নকল সোনার বার দেখিয়ে এক গৃহবধূর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ২৯ মাইল এলাকার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, বেলা ১টার দিকে দিনাজপুরের বটতলী বাজারে বোনের পাওনা ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন রাহেলা বেগম। এ সময় যাত্রীবেশী এক প্রতারকের ফাঁদে পড়ে ওই টাকা খোয়ান তিনি।

ভুক্তভোগী রাহেলা বেগম বলেন, আজ বুধবার দুপুরে ২৯ মাইল বাজার থেকে বটতলি বাজারে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন তিনি। এ সময় অটোরিকশায় এক যুবক যাত্রী হিসেবে বসে ছিলেন। অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর ১০ টাকায় মোড়ানো নকল সোনার বারটি হাতে নেন ওই যুবক। এর সঙ্গে একটি চিরকুটও ছিল। নিজেকে অক্ষরজ্ঞানহীন বলে অটোচালককে সেই চিরকুট পড়তে দেন তিনি।

অটোচালক উচ্চ স্বরে পড়ে শোনান, সিঙ্গাপুর প্রবাসী তাঁর মেয়ের জন্য ২২ ক্যারেটের সোনার বারটি ৪ লাখ টাকায় কিনেছেন। এটি যত্ন করে রাখতে বলেছেন তিনি। এ সময় কথার ফাঁদে পড়ে রাহেলা নিজের কাছে থাকা ৫০ হাজার টাকা প্রতারকের হাতে তুলে দিয়ে সোনার বারটি নিয়ে নেন। প্রতারক নেমে গেলে তিনি বুঝতে পারেন যে সোনার বারটি নকল এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, প্রতারক চক্র টার্গেট করে নারীদের বিভিন্নভাবে প্রলোভিত করে এ ধরনের অপরাধ করে থাকে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন