ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তি হওয়া ১ হাজার ২৩৪টি মামলার নথি ধ্বংস করা হয়েছে। আজ বুধবার আদালত চত্বরের পাশে ফাঁকা স্থানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের উপস্থিতিতে এসব নথি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের রেকর্ড রুমে রক্ষিত নিষ্পত্তি হওয়া নথিগুলো স্তূপ আকারে পড়েছিল। সেসব নিষ্পত্তি হওয়া মামলার নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৪২টি নিষ্পত্তিকৃত মামলার আলামত গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা ধ্বংস করা হয়।’
এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, কোর্ট মালখানা ও রেকর্ড রুমের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন উপস্থিত ছিলেন।