রংপুর প্রতিনিধি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘কেউ যদি ভোটারদের বাধা দেয়, তাকে কী করতে হবে এটা আমরা জানি। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নেব। সাধারণ ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
আজ সোমবার রংপুর নগরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এসব কথা বলেন।
তিনি জানান, যদি কেউ ভোট বানচাল, নির্বাচন নিয়ে নাশকতা বা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা চালান, তা নস্যাৎ করে দেওয়ার মতো সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে।
ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা সব আসনের মানুষকে উৎসবমুখর পরিবেশে, উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নির্বাচনকেন্দ্রে ভোট দিতে আসার জন্য আহ্বান জানিয়েছি। এখন পর্যন্ত কোনো শঙ্কা অনুভব করছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। আমি মনে করি স্বস্তিদায়ক পরিবেশ আছে। তারপরও সবকিছু বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেব, যাতে ভোটাররা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে।’
রংপুর সফর নিয়ে পুলিশপ্রধান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য বাহিনীর কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রস্তুতি এবং কোনো কিছুর ঘাটতি আছে কি না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।