ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজে সমবেত হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁরা ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এরপর বেলা ১১টার দিকে সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামুল করিম শান্ত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ, শিক্ষার্থী আমিনুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন।
শিক্ষার্থীরা বলেন, শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের যৌক্তিক আন্দোলনে কেন হামলা চালানো হচ্ছে। হামলা করে আমাদের থামিয়ে রাখা যাবে না। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই, করতে হবে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।