ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে দুটি পরিবারের ৮টি ঘর। দগ্ধ হয়ে মারা গেছে দুটি গবাদিপশু। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার ভোরে পাইকপাড়া গ্রামের সাবদুল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম ও তাঁর ভাই সাইফুল ইসলামের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ফয়জুল ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ৮টি বসতঘর। অগ্নিকাণ্ডে একটি গরু, একটি ছাগল, ৭০ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।