হোম > সারা দেশ > রংপুর

ডোমারে নৌকায় ভোট চেয়ে বহিষ্কার হলেন বিএনপি নেতা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় নৌকায় ভোট চাওয়ায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মমিনুর রহমান ডোমার উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং বামুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মমিনুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত শনিবার বিকেলে বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ডাকে স্থানীয় মাঠে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় নৌকার পক্ষে ভোট চান মমিনুর রহমান। সেই সঙ্গে নৌকার পক্ষে নির্বাচনে কাজ করারও ঘোষণা দেন তিনি। নৌকার প্রার্থী আফতাব উদ্দিন সরকার ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নৌকার নির্বাচনী সভায় উপস্থিত থেকে বিএনপি নেতার বক্তব্য রাখার বিষয়টি জানাজানি হলে তাঁকে বহিষ্কারের দাবি জানান নীলফামারী জেলা ও ডোমার উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, ‘ডোমার উপজেলা বিএনপির রাজনীতি থেকে এক বেইমান বিদায় হলো।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মমিনুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু এই সিদ্ধান্ত সেন্ট্রাল বিএনপি নিয়েছে, এর বাইরে যাওয়ার কারও সুযোগ নেই।

এ বিষয়ে মমিনুর রহমান বলেন, ‘বহিষ্কারের ব্যাপারে আমি কিছু জানি না। এখন পর্যন্ত আমার কাছে কোনো কাগজপত্র আসেনি।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন