বিরল (দিনাজপুর) প্রতিনিধি
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক শিক্ষানীতি নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলায় ভারাডাঙ্গী দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন মন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমূল পরিবর্তন এনেছেন। মাদ্রাসায় পড়ে শিক্ষার্থীরা এখন সরকারি চাকরি করতে পারে। অনেকে প্রশাসনের ক্যাডারেও চাকরি করছেন। পরিবর্তন এনে এখন মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। আমাদের সমন্বিত শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে দেশপ্রেমিক হতে হবে।’
ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাজেদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার, পৌর মেয়র সবুজার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভারাডাঙ্গী দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মিত হয়েছে।