বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছোট ভাইয়ের ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। বুধবার রাত ১০টার সময় উপজেলার ভানোর ইউনিয়নের দফাদারটুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই স্কুলছাত্রীর নাম ময়না রাণী (১৪)। সে ওই গ্রামের কৃষ্ণ রামের মেয়ে এবং ভানোর ধনিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুস সবুর বলেন, দুপুরে ছোট ভাইয়ের সঙ্গে বাইসাইকেল চালানো নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর থেকেই চুপচাপ ছিল ময়না। সন্ধ্যায় খাওয়া-দাওয়ার পর কোনো এক সময় বিষপান করেছে কেউ টের পায়নি। পরে রাত ১০টার সময় স্কুলছাত্রীর মা মেয়ের বিষপানের কথা জানতে পারে। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই স্কুলছাত্রী।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ৩টায় মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্কুলছাত্রীর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এদিকে মেয়ের মৃত্যুর পর গুরুতর অসুস্থ হয়েছেন তাঁর মা। নিজ বাড়িতে তাঁর চিকিৎসা প্রদান করা হচ্ছে।