হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে পুলিশের বাধা পেরিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, মোমবাতি প্রজ্বালন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করে দুই শতাধিক অভিভাবকও উপস্থিত ছিলেন। 

আজ শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গোর-এ-শহীদ মাঠের পশ্চিম প্রান্তে জড়ো হতে থাকেন। সেখানে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা কোনো কর্মসূচি পালন করতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পরে শহরের বালুবাড়ি শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হতে থাকেন তাঁরা। সেখানেও পুলিশ বাধা দেয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে পৌনে সাতটায় বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন শিক্ষার্থীরা।

শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় তাঁরা মোমবাতি ও মোবাইলের আলো জ্বালিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করেন। শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বৃষ্টিতে ভিজে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন তাঁরা।

এর আগে শহরের দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বিকেল পাঁচটায় কিছু পুরুষ ও নারী জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

সেকশন