হোম > সারা দেশ > রংপুর

বড়পুকুরিয়া কয়লাখনিতে আবারও বিক্ষোভে শ্রমিকেরা

দিনাজপুর প্রতিনিধি

নিজ নিজ কর্মস্থলে যোগদান ও করোনাকালীন বকেয়া বেতন-ভাতার দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরিবার-পরিজন নিয়ে কয়লাখনির গেটে লাগাতার বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। 

জানা যায়, গত ১১ এপ্রিল কয়লাখনির শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন এবং ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপির মাধ্যমে সমস্যা সমাধানে ১৫ রমজান পর্যন্ত আল্টিমেটাম দেন। কিন্তু খনি কর্তৃপক্ষ ওই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি। তাই আজ থেকে তিন দিনব্যাপী আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

আজ সকালে খনির প্রধান গেটে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন। তবে রমজানের কারণে বেলা ১টার দিকে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘অবিলম্বে সব শ্রমিককে তাঁদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ দিতে হবে, করোনাকালীন বকেয়া বেতন-ভাতা প্রদান করতে হবে। এ ছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও খনির অভ্যন্তরে শ্রমিকদের অবরুদ্ধ করে রাখা এবং ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করানোর বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি।’ 

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কারুজ্জামান খান বলেন, শ্রমিকদের কাজে ফেরানোর বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। 

বকেয়া বেতনের বিষয়ে প্রকৌশলী বলেন, করোনাকালে শ্রমিকেরা তো কাজই করেননি। কাজ না করলে বেতন পাবেন কীভাবে? 

বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন