বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুর-দিনাজপুরের কাহারোল উপজেলার মকুন্দপুর এলাকার মো. গোলাম রাব্বানীর ৮ হাত পা বিশিষ্ট শিশু পুত্র মুবাশ্বির ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় সে মৃত্যু বরণ করে।
জানা গেছে, গোলাম রাব্বানীর স্ত্রী রুনার গত ৩ জুন রাতে প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাঁকে খানসামা রোডের বীরগঞ্জ ক্লিনিকে নেওয়া হয়। পরে ৪ জুন অস্ত্রোপচারের মাধ্যমে ১টি পুত্র সন্তান হয়। কিন্তু শিশুটি ৪ হাত ও ৪ পা বিশিষ্ট হয়। যা একটি সম্পূর্ণ বিরল ঘটনা। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়।
বাবা গোলাম রাব্বানীর জানায়, আমি গরিব মানুষ, অনেকের কাছে সহযোগিতা চেয়েও না পেয়ে শিশুটিকে বাড়িতে নিয়েছিলাম। কারও সহযোগিতা না পেয়ে আর্থিক সমস্যা থাকার পরেও কয়েক দিন পূর্বে পুনরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। গত মঙ্গলবার রাতে সেখানে অস্ত্র পাচার করা হয়। আজ সকালে মারা যায়।