হোম > সারা দেশ > রংপুর

রংপুর শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, শিক্ষার্থীদের সঙ্গে সংস্কৃতিকর্মীদের সংহতি ঘোষণা

রংপুর প্রতিনিধি

রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ঘোষণা করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন গণসংগীত ও গান পরিবেশন করতে থাকেন শিল্পীরা। এ সময় সেখানে চতুর্দিক থেকে ছুটে আসেন কয়েক হাজার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরাও শিল্পীদের সঙ্গে সুর মিলিয়ে সমস্বরে গাইতে থাকেন সংগীত। 

এ সময় ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে জে আমার জন্মভূমি’, ‘মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’, ‘নোঙর তোল তোল সময় যে হল হল’সহ বিভিন্ন ধরনের সংগীত পরিবেশিত হয়। 

গানের তালে তাঁরা নানামুখী স্লোগানে মুখর করে তোলেন পুরো পাবলিক লাইব্রেরি মাঠ এলাকা। তা ছড়িয়ে যায় পাশের সড়কেও। রাত ৮টায় শহীদদের স্মরণে হাজার হাজার মোমবাতি প্রজ্বলনে অংশ নেন সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও জনতা। এ সময় জাতীয় সংগীতসহ কয়েকটি গান পরিবেশন করে তারা। তাদের সঙ্গে সুর মেলান সবাই। 

গানে গানে স্লোগানে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ এবং হত্যাকারীদের বিচার দাবি করেন। 

এ সময় সংস্কৃতিকর্মী বুবলি বলেন, সংস্কৃতিকর্মীরা গণতন্ত্র এবং দেশ রক্ষায় সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অতীতে। আমরাও সেটা করছি। আমরা বাচ্চাদের সাথে আছি, থাকব। গান, নাটক কবিতাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন