হোম > সারা দেশ > রংপুর

পুলিশ হেফাজতে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও প্রতিনিধি

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রুহিয়া সেনপাড়ার বাড়ি থেকে তাঁকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ হেফাজতে নেওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল ও রমেশ চন্দ্র সেনের স্বজনেরা। 

ওসি গুলফামুল বলেন, ‘গতকাল রাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দুটি গাড়ি সাবেক সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করে। আমরা জানতে পেরে সেখানে যাই। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আমাদের জানান, সাবেক সংসদ সদস্যকে তাঁরা নিরাপত্তার স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছেন। তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি। 

রমেশ সেনের স্ত্রী অঞ্জলি রাণী সেন জানান, রমেশ সেন গতকাল রাতে খাবার খেয়ে ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন বাড়িতে এসে তাঁর খোঁজ করেন। ৮-১০ জন শোয়ার ঘরে প্রবেশ করে তাঁদের সঙ্গে রমেশ সেনকে যেতে বাধ্য করেন। এ সময় বাড়ি দেখাশোনা করে এমন বেশ কয়েকজনের মোবাইল ফোনসেট জব্দ করা হয়। রমেশ সেনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান তাঁরা। তবে রমেশ সেনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে পরিবারকে জানানো হয়নি।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন