হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্র নিবির হত্যা মামলায় গ্রেপ্তার ১ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্র নিবির শেখ (১৩)  হত্যা মামলায় প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

রফিকুল ইসলাম পৌর শহরের সালন্দর মাদ্রাসাপাড়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে তাঁর বাড়ি থেকে রক্তমাখা বস্তা, দড়িসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এসব আলামত ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ফরেনসিক ল্যাবে পাঠানো আলামতের সঙ্গে শিশুটির ডিএনএ মিলে গেলে রফিকুল ইসলাম হত্যায় জড়িত আছে কিনা স্পষ্ট হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।

এর আগে, ১৮ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নিবির। গত শনিবার ভোরে জেলা শহরের সালন্দর মাদ্রাসা পাড়ায় শিশুটির নিজ বসতবাড়ির এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিন শিশুর মা মোছা. শিল্পি খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি হত্যা মামলাটি দায়ের করেন। নিবির ওই মহল্লার ওমান প্রবাসী আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালন্দর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন