ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মহেবুল্লাহ আবু নুর চৌধুরীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে আটক করার পর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার রাতে সদর উপজেলার ছোট খোঁচাবাড়ী এলাকা থেকে মহেবুল্লাহ আবু নুরকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম রাতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোঁচাবাড়ী এলাকায় চলন্ত যানবাহনে ককটেল নিক্ষেপ ও পেট্রল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ তাঁকে আটক করে। পরে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেলহাজতে পাঠায় পুলিশ।
যুবদল নেতা গ্রেপ্তারের বিষয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন, আবু নুর চৌধুরী অত্যন্ত দায়িত্বশীল একজন নেতা। এ ছাড়া সে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের মতো অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।