বিরল (দিনাজপুর)
দিনাজপুরের বিরলে পুকুর থেকে মিরাজ ওরফে ওটো (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বিজোড়ার চককাঞ্চন ব্রিজ সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মিরাজ শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল শেষে মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।