হোম > অর্থনীতি

দুই মাসে রাজস্ব আদায়ে রেকর্ড সাড়ে ১৪% প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ে রেকর্ড ১৪ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই দুই মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা। 

এনবিআরের সাময়িক হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই-আগস্ট আয়কর থেকে ১০ হাজার ২ কোটি ৯৩ লাখ টাকা আদায় হয়েছে। মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে ১২ হাজার ৯৬৪ কোটি ৩ লাখ টাকা এবং শুল্ক খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৫৮১ কোটি ৭৫ লাখ টাকা। 

সবমিলিয়ে তিন খাতে জুলাই-আগস্ট মাসে আদায় হয়েছে ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা। গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩০ হাজার ১৬০ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে প্রবৃদ্ধি ১৪ দশমিক ৫৫ শতাংশ। 

অবশ্য রাজস্ব আদায়ে রেকর্ড হলেও লক্ষ্যমাত্রার (৩৯ হাজার ৭৫৯ কোটি টাকা) তুলনায় আদায় ৫ হাজার ২১০ কোটি টাকা কম। 

এনবিআরের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় মাসে (আগস্ট) রাজস্ব আদায়ে সাফল্য পাওয়া গেছে তিনটি খাতে। আয়কর, ভ্যাট ও শুল্ক-এই খাতে প্রতিষ্ঠানটির আদায় হয়েছে যথাক্রমে ৫ হাজার ২৭০ কোটি ৮৪ লাখ, ৭ হাজার ২৬৭ কোটি ৩১ লাখ এবং ৬ হাজার ৬৫৬ কোটি ৫০ লাখ টাকা। তিন খাতে আগস্ট মাসে মোট আদায় ১৯ হাজার ১৯৪ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ২৪ দশমিক ৫৯ শতাংশ। 

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগ মিলিয়ে মোট ঘাটতি ছিল ৭ হাজার ২২৭ কোটি ৭৫ লাখ টাকা। তবে দ্বিতীয় মাসে এসে রাজস্ব আদায়ে ২৪ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১০ কোটি টাকা। 

চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে, ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের আশা করছে এনবিআর। 

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ছে। এর ফলে রাজস্ব আদায় বেড়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে এনবিআরের বেশকিছু ইতিবাচক উদ্যোগ রাজস্ব আদায়ের গতিকে বৃদ্ধি করেছে। 

উল্লেখ্য, এনবিআর ৪১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকার রাজস্ব ঘাটতি নিয়ে ২০২০-২১ অর্থবছর শেষ করেছিল। 

দাবির মুখে অটোমোবাইলস খাতের বাড়তি ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত

তিন মাসে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি বাড়ল ৩০ হাজার কোটি টাকা

বিনিয়োগ আকর্ষণে এফডিআই হিটম্যাপ

১৮ দিনে এসেছে ১২১ কোটি ডলারের রেমিট্যান্স

ট্রাম্প প্রশাসনে চোখ ব্যবসায়ীদের

ভালো শেয়ার রইল পড়ে, মন্দের দাম শুধুই বাড়ে

বেকারত্ব গোপন করতে ভুয়া অফিস ভাড়া নিচ্ছেন চীনা তরুণেরা

১০ লাখ টন চিনি রপ্তানি করবে ভারত, দাম কমবে বিশ্ববাজারে

চলতি বছরই চীনে পেয়ারা ও কাঁঠাল রপ্তানির অনুমতি মিলবে

‘বাংলাদেশের নেওয়া ঋণের সুদ হার কমানোর কথা বিবেচনা করছে চীন’

সেকশন