হোম > সারা দেশ > ঢাকা

‘১৬ বছর পর ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ছবিতে মাঝে সিপাহি আল আমিন। পাশে বাবা সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেক ও ছোট ভাই রানা। ছবি: আজকের পত্রিকা

বহু প্রতীক্ষার পর বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান। বিডিআর জওয়ানের কারামুক্তির প্রত্যাশায় ঢাকার কেরানীগঞ্জ কারাগারের সামনে সকাল থেকেই ভিড় করেন স্বজনেরা।

ভিড় করা স্বজনদের একজন সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেক। বড় ছেলে সিপাহি আল আমিনকে নিতে এসেছেন কারাগারের সামনে। সঙ্গে রয়েছেন ছোট ছেলে মো. রানা।

এ সময় সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল খালেকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে আল আমিন বড়। সে বিডিআরে সিপাহি হিসেবে কর্মরত ছিল। মিথ্যে মামলায় সে ১৬ বছর কারাগারে ছিল। এই ১৬টি বছর আমাদের পরিবারে কোনো আনন্দ ছিল না। ১৬ বছরে ৩২টি ঈদে আমাদের পরিবারে বাড়তি কোনো উদ্‌যাপন ছিল না। ঈদ মানেই আমাদের কাছে ছিল খাবার নিয়ে সপরিবারে এসে আল আমিনের সঙ্গে দেখা করা, আর সারাটা দিন কারাগারে কাটিয়ে দেওয়া। এভাবেই কেটেছে আমাদের ৩২টি ঈদ। ১৬ বছর পর নিজের ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে।’

সিপাহি আল আমিনের ছোট ভাই মো. রানা বলেন, ‘১৬টি বছর আমাদের পরিবারে আনন্দের কোনো ছিটেফোঁটাও ছিল না। ভাইয়ের কারামুক্তির পর আমরা সবাই খুশি। এখন প্রত্যাশা করছি, এ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং আমার ভাইয়ের চাকরি যেন বহাল থাকে।’

আফতাবনগরে ধুলা আর শব্দদূষণ

৩ বছরেও পৌঁছায়নি ইতালি, খবর এল নির্যাতনে মৃত্যুর

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জুলাই গণ-অভ্যুত্থান: আহতদের কনসালট্যান্সিতে ব্যয় ২৫ কোটি টাকা

বিচার বিভাগের স্বাধীনতায় বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, হাইকোর্টে শিশির মনির

সেকশন