মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে ছুরিকাঘাতে মোবারক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ী খুন হয়েছেন। আজ শনিবার বিকেলে মধুপুর পৌর শহরের জটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মোবারক জটাবাড়ি এলাকার মৃত জুলহাস ফকিরের ছেলে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই আনিসুর রহমান জানান, মোবারক হোসেন দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করতেন। তাঁর সঙ্গে উপজেলার তোরাপবাজার এলাকার আরেক গরু ব্যবসায়ী হোসেন আলীর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে হোসেন আলী ধারালো ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মোবারককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হোসেনকে থানায় নিয়ে যায়।
মধুপুর থানার পরিদর্শক তদন্ত মুরাদ হোসেন জানান, গরু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় নিহত মোবারক হোসেনের ছেলে আফজল হোসেন বাদী হয়ে মামলা করেছে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।