হোম > অপরাধ > ঢাকা

জমিসংক্রান্ত বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তির নাম মো. নবী হোসেন (৫০)। তিনি নরসিংদী পৌরসভার কামারগাঁও এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কামারগাঁও এলাকার মৃত আলমাছ মিয়ার দুই ছেলে আলী হোসেন ও নবী হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আলী হোসেন তাঁর ছোট ভাই নবী হোসেনের তলপেটে ছুরিকাঘাত করেন। স্বজন ও উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তার বলেন, ‘নবী হোসেনকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর পেটের নিচের অংশের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’ 

নিহত নবী হোসেনের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, সকাল থেকে বড় ভাই আলী হোসেন অপর ভাই নবী হোসেনের জমি থেকে মাটি কেটে এনে বাড়িতে রাখছিলেন ভিটা ভরাটের জন্য। ওই সময় নবী হোসেন সেখানে গিয়ে তাঁকে বলেন, এই মাটি তো আমার, এখান থেকে মাটি কেন কাটা হচ্ছে? এ নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। এরই মধ্যে হাতাহাতির একপর্যায়ে উত্তেজিত অবস্থায় আলী হোসেন একটি ছুরি এনে নবী হোসেনের তলপেটে ঢুকিয়ে দেন। এরপরই নবী হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। 

জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, নিহত ব্যক্তির মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই পলাতক। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে। 

আফতাবনগরে ধুলা আর শব্দদূষণ

৩ বছরেও পৌঁছায়নি ইতালি, খবর এল নির্যাতনে মৃত্যুর

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জুলাই গণ-অভ্যুত্থান: আহতদের কনসালট্যান্সিতে ব্যয় ২৫ কোটি টাকা

বিচার বিভাগের স্বাধীনতায় বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, হাইকোর্টে শিশির মনির

সেকশন