হোম > অপরাধ > খুলনা

যশোরে বাবার বিরুদ্ধে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি

যশোরে বাবার বিরুদ্ধে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুটির ফুফু বাদী হয়ে যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। গতকাল শুক্রবার এই মামলা করেন ভুক্তভোগী শিশুটির ফুফু। মামলায় আসামিরা হলেন ভুক্তভোগীর বাবা ও সৎমা। 

মামলার এজাহারে শিশুটির ফুফু উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর আপন ভাই। শিশুটির মায়ের সঙ্গে তাঁর ভাইয়ের বনিবনা না হওয়ায় তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। কন্যাশিশুটি বাবার কাছে থেকে যায়। এরপর থেকে শিশুটি বাবা ও সৎমায়ের সঙ্গে বসবাস করতে থাকে। 

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এক মাস আগে থেকে অভিযুক্ত বাবা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এই ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেন। ৯ ফেব্রুয়ারি রাত ৮টায় শিশুটির ঘরে অভিযুক্ত বাবা প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং মুখে বালিশ চাপা দিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির সৎমা তাঁর স্বামীকে সহায়তা করেন। ধর্ষণের পর শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত স্বামী-স্ত্রী কৌশলে পালিয়ে যান। 

মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গতকাল অভিযোগ দায়েরের পর শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ওই দিনই আদালতে ২২ ধারামতে জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগীকে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুজনই পলাতক। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। 

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

সেকশন