হোম > সারা দেশ > খুলনা

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি 

নিহত সোহাগ হোসেন রকি। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর ভৈরব নদের কচুরিপানার নিচ থেকে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের তিন বন্ধুকে আটক করেছে পিবিআই যশোর ও চৌগাছা থানার পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। আটক তিনজন সম্পর্কে নিহতের বন্ধু।

নিহত সোহাগ হোসেন রকি (২২) চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। আটক তিনজন হলেন—সোহানুর রহমান (২০), সজল ইসলাম (১৮), ও সুজন হোসেন (২১)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে রকিকে হত্যা করা হয়েছে।

নিহতের চাচা আজিজুর রহমান জানান, ১৬ জানুয়ারি সন্ধ্যায় রকি ইজিবাইক নিয়ে চৌগাছা শহরে যাওয়ার পর তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে চৌগাছা থানায় জিডি করা হয়। পরে পিবিআই তদন্ত শুরু করলে সন্দেহভাজন তিন বন্ধুকে আটক করা হয়।

পুলিশ জানায়, তারা রকিকে গাঁজা সেবনের কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে গাঁজা সেবনের পর লাড্ডু খাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হলে তারা রশি পেঁচিয়ে রকিকে হত্যা করে। পরে তাঁর লাশ ভৈরব নদের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। তবে ইজিবাইক বিক্রির চেষ্টার সময় আরেক দল তাদের কাছ থেকে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ‘ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে। আরও তদন্ত শেষে হত্যার মূল উদ্দেশ্য পরিষ্কার হবে।’

চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

সেকশন