নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। নতুন এ বিশ্ববিদ্যালয়ের নাম জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে কুষ্টিয়ায়।
৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে এ বিশ্ববিদ্যালয় সাময়িক অনুমোদনে মোট ২২টি শর্ত দিয়েছে।
বর্তমানে দেশে ১১৪টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এটি নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ১১৫। এর মধ্যে ১০৪টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৫টি। আর তিনটি বিদেশি বিশ্ববিদ্যালয় রয়েছে।