হোম > বিনোদন > গান

তপন চৌধুরী হৃদ্‌রোগে আক্রান্ত, পরানো হয়েছে রিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তপন চৌধুরী। ছবি: সংগৃহীত

অনেক বছর হলো কানাডায় স্থায়ী হয়েছেন সংগীতশিল্পী তপন চৌধুরী। এখনো গান নিয়েই ব্যস্ত সময় পার করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কনসার্ট করতে। কানাডা ফিরে অসুস্থবোধ করছিলেন তপন চৌধুরী। হাসপাতালে নেয়া হলে পরীক্ষা শেষে তাঁর হার্টে দুটি ব্লক ধরা পড়ে। তই দুটি রিং পরানো হয়েছে তাঁকে। বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

দিনাত জাহান বলেন, ‘গত সপ্তাহে নিউইয়র্কে এসে খারাপ লাগার কথা বলছিলেন তপনদা। কানাডায় ফিরে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিনই দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

সত্তরের দশকের শেষ সময়ে পেশাদার গানের জগতে অভিষেক করেন তপন চৌধুরী। শুরুতে ব্যান্ড, পরবর্তীতে একক কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান তিনি। আশি ও নব্বই দশকে তার খ্যাতি ছিল প্রথম সারিতে। উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। তপন চৌধুরীর গাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’ ইত্যাদি।

সারার সঙ্গে প্রেমের গুঞ্জন, এবার মুখ খুললেন বিজেপি নেতার ছেলে অর্জুন

‘জ্বীন থ্রি’ দিয়ে সাত বছর পর জাজে ফিরছেন ফারিয়া

ঢাকায় আজ গাইবে পাকিস্তানের কাভিশ থাকবে একাধিক ব্যান্ড ও শিল্পী

বঙ্গ ও ১১ হলে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’

এ সপ্তাহের ওটিটি

সম্মাননা পাচ্ছেন মুকিদ চৌধুরী

অস্কারের মনোনয়ন ঘোষণা, ১৩টি মনোনয়ন পেয়ে শীর্ষে ‘এমিলিয়া পেরেজ’

আবারও পিছিয়ে গেল মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’

মোনালি ঠাকুরের হাসপাতালে ভর্তির খবর সত্য নয়

শুরু হচ্ছে দুরন্ত টিভির নতুন সিজন

সেকশন