ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনগত তথ্য ও সেবা ডেস্কের উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকের সামনে এই ডেস্কের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এন্তাজুল হকসহ বিচারক, বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারী, আইনজীবী, সাংবাদিক ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি।