হোম > ছাপা সংস্করণ

২ বস্তা চিনি দিয়ে তৈরি হয় ৪০০ কেজি মধু!

সাতক্ষীরা প্রতিনিধি

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩, ১৩: ০৬

৫০ কেজির দুই বস্তা চিনি ও ১০০ গ্রাম সরিষা ফুলের মধু দিয়ে ৪০০ কেজি ভেজাল মধু তৈরি ও বাজারজাত করে আসছিলেন কামাল হোসেন। তিনি এসব ভেজাল মধু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতক্ষীরা, ঢাকা ও চট্টগ্রামে পাঠাতেন। কিন্তু প্রতারণা করে শেষ পর্যন্ত আর রেহাই পাননি।

নকল মধু তৈরি ও বিক্রির দায়ে তাঁকে তিন লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা এলাকায় এই অভিযান চালান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান। এ সময় বাজারজাতের জন্য মজুত রাখা ২০ মণ ভেজাল মধু জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত কামাল হোসেনের বাড়ি শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে। তিনি কলারোয়ার সিংগা এলাকায় বাসা ভাড়া নিয়ে ভেজাল মধু তৈরি করতেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, কামাল হোসেন দীর্ঘদিন চিনি ও মধুর সঙ্গে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মধু বানাতেন। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিংগা গ্রামে অভিযান চালিয়ে কামাল হোসেনকে হাতেনাতে আটক করে। তাঁর কাছ থেকে ২০ মণেরও বেশি ভেজাল মধু জব্দ করা হয়।

মোখলেছুর রহমান আরও জানান, আটক কামাল হোসেনকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাসের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কামালকে খাদ্য আইনের ২৫ ধারায় তিন লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া জব্দ ভেজাল মধু ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস করা হয়।

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

সেকশন