হোম > ছাপা সংস্করণ

বিপিএলে লাভের ভাগ কোনো দলকে দেবে না বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১৬: ২২

আনুষ্ঠানিকভাবে কয়েকটি দলের অধিনায়কের নাম ঘোষণা বাকি থাকলেও সাত দলের প্রতিনিধি বা সম্ভাব্য অধিনায়কদের নিয়েই ২০২৪ বিপিএলের ট্রফি উন্মোচিত হলো গতকাল বেলা তিনটায়। কোনো ঘোষণা ছাড়াই ট্রফি উন্মোচনের ফটোসেশন হয়ে গেল। কাছাকাছি সময়ে হলো টুর্নামেন্টের টাইটেল স্পনসর ঘোষণাও। 

গতকাল এসব আনুষ্ঠানিকতায় কোথাও দেখা যায়নি বিপিএল গভর্নিং বডির শীর্ষস্থানীয় কর্তাদের। উপস্থিত না থাকার ব্যাপারটি পরিষ্কার না করলেও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিসিবি তো সব তথ্য দিয়েছে। আমি দেশের বাইরে ছিলাম।’ বিপিএলের কোনো ব্যাপারে কথা বললে বেশ কিছুদিন ধরেই শেখ সোহেল এ উত্তরই দিচ্ছেন। কিন্তু সর্বশেষ বিপিএলে তিনি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক ছিলেন সবকিছুতেই। 

বিসিবির প্রত্যাশা, প্রযুক্তিগত দিক থেকে আগের সব সংস্করণের চেয়ে এবারের বিপিএল একটু আলাদা হবে। কিন্তু অব্যবস্থাপনার অনেক দৃশ্য এবারও আড়াল করা যায়নি। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে সাত ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের পুরো তালিকা পেল ক্রিকেট বোর্ড। পুরো টুর্নামেন্টে না খেললেও সিলেট স্ট্রাইকার্স ঘোষণা করেছে তাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নাম। তবে ট্রফি উন্মোচনে মাশরাফি ছিলেন না, ঢাকা কুর্মিটোলা সেনানিবাসে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন ছিলেন সিলেটের প্রতিনিধি। 
তামিম শুরুতে আগ্রহী না থাকলেও শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বের ওপর আস্থা রাখছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের লিটন দাস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য অধিনায়ক বদলায়নি—এবার আছেন শুভাগত হোম। দুর্দান্ত ঢাকার অধিনায়কত্ব করবেন মোসাদ্দেক হোসেন সৈকত আর এনামুল হক বিজয়কে দেখা যাবে খুলনা টাইগার্সের নেতৃত্বে।

অন্যদিকে বিপিএল শুরুর আগমুহূর্তে তাঁর পুরোনো হুংকার নতুন করে দিয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী নাফিসা কামাল। ফ্র্যাঞ্চাইজিরা শুধু খরচই করছে, কিন্তু লাভের মুখ দেখছে না কেউ। নাফিসার দাবি, বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো বিপিএলের লাভের ভাগ যেন ফ্র্যাঞ্চাইজিদেরও দেওয়া হয়। না হলে আগামী সংস্করণে আর অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সব ফ্র্যাঞ্চাইজিরই ঠিক একই রকম চাওয়া।

নাফিসার এমন ঘোষণার পরও বিসিবি অনড় নিজেদের বিতর্কিত কাঠামোর ওপর। পৃষ্ঠপোষক ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা একটি টেকসই বিপিএল করতে চাচ্ছি। লভ্যাংশ ভাগের যেসব মডেলকে উদাহরণ হিসেবে আনা হচ্ছে, সেই লিগগুলোর ফ্র্যাঞ্চাইজি ফি বা অন্যান্য আর্থিক কাঠামো অনেক ওপরে। তারা যে মডেলে করছে, আমরা সেটিতে যাচ্ছি না। ফ্র্যাঞ্চাইজি ফিসহ অন্যান্য আর্থিক দিক বিবেচনায় সেটা আমাদের জন্য টেকসই হবে না।’ 

নিজাম উদ্দিনের মতে, তাঁরা একটা মডেলে এগোচ্ছেন। কী মডেল, সেটি অবশ্য বলতে চাননি তিনি। লভ্যাংশ ভাগাভাগির ব্যাপারটি নিয়ে এখনই ভাবছেন না তাঁরা, ‘আমরা আমাদের বাজার ও সীমাবদ্ধতা অনুযায়ী এটা করি। এ বিষয়ে লভ্যাংশ ভাগে বোর্ডের আগে যে অবস্থান ছিল, এখনো তা-ই। এখন পর্যন্ত লভ্যাংশ ভাগের যে মডেল, সেটা আমরা ওভাবে যাচ্ছি না। চিন্তাও করতে পারছি না বর্তমান প্রেক্ষাপটে। এর বাইরে গেলে আমাদের জন্য বিষয়টা সামলানো কঠিন হবে। মনে হয়, আমরা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলাদা করে বসলে তাদের বোঝাতে সক্ষম হব, কী মডেল করছি আর অন্য লিগ কী মডেলে হচ্ছে। এটা হলে আমরা আত্মবিশ্বাসী, ফ্র্যাঞ্চাইজিরা অবস্থান থেকে সরে আসতে পারবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

সেকশন